এক বছরে দেশ বদলে যাবে: মোস্তাফা জব্বার

এক বছরে দেশ বদলে যাবে: মোস্তাফা জব্বার
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নব নিযুক্ত মন্ত্রী তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেছেন, আগামী এক বছরের মধ্যে বদলে যাবে বাংলাদেশ। বদলটা হবে ডিজিটালাইজেশনের মাধ্যমে।

বুধবার রাজধানীর বিডিবিএল ভবনে অবস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত সংবর্ধনা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটাই তার প্রথম সংবাদ সম্মেলন...





 

টেলিকমে ‘ক্যান্সার’, সারাতে চান মোস্তাফা জব্বার

টেলিকমে ‘ক্যান্সার’, সারাতে চান মোস্তাফা জব্বার

বাইরে থেকে যতটা জানতেন, টেলি যোগাযোগ বিভাগে সমস্যা আরও বেশি বলে এখন মনে হচ্ছে মোস্তাফা জব্বারের।

তিনি মনে করেন, সেই সমস্যা থেকে উত্তরণেই তাকে এই বিভাগের মন্ত্রী করার ‘দুঃসাহসী’ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন।

টেকনোক্রেট মন্ত্রী হিসেবে মঙ্গলবার তথ্য প্রযুক্তি উদ্যোক্তা মোস্তাফা জব্বারের শপথ নেওয়া অনেকটা চমকের মতোই ছিল। তবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়ার বিষয়টি অনুমিতই ছিল...

 Bengal Press Conferনভেম্বরে
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব

আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকায় চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব বাংলাদেশ’। এ বছরও উৎসব পাঁচ দিনের। ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ উৎসব। এবারের উৎসব বাংলাদেশের অন্যতম প্রধান চিত্রকর শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

রাজধানীর একটি তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের উৎসবের বিস্তারিত জানান হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। আরও বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের, ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, রবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ, স্কয়ার টয়লেট্রিজের বাজারজাতকরণ বিভাগের প্রধান মালিক মোহাম্মদ সাঈদ, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ফাহিম মোনায়েম। (মুল লেখা প্রথম আলো)