bechelorআনিসুল হকের গল্প অবলম্বনে সিনেমা: ব্যাচেলর
পরিচালনা: মোস্তফা সরওয়ার ফারুকী
অভিনয়ে: হুমায়ুন ফরীদি, ফেরদৌস, অপি করিম, রুবেল, জয়া আহসান, মারজুক রাসেল, হাসান মাসুদ প্রমূখ।
১৬ আগস্ট দুপুর ১:০৫, চ্যানেল আই


 

ফরিদুর রেজা সাগরের প্রযোজনায় ‘ব্যাচেলর’ সিনেমাটি মুক্তি পায় ২০০৪ সালে। বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক-এর গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়। একটি ম্যাস-এ বসবাসরত ব্যাচেলর যুবকদের জীবনযাত্রাকে কেন্দ্র করে সিনেমার কাহিনী গড়ে উঠেছে। ব্যাচেলর যুবকদের কেউ বেকার, কেও ছাত্র, কেও বা চাকরী করছে। তাদের সবারই রয়েছে নিজস্ব কিছু সমস্যা। তাদের অনেকের জীবনে আসে প্রেম, আবার অনেকে প্রেমে পড়ার জন্য প্রাণপন চেষ্টা করে। তাদের ব্যার্থতা, সাফল্য, আবেগ, ভুল পদক্ষেপসহ নানান বিষয় উঠে এসেছে এই সিনেমায়।
সাতদিন/এমজেড


মুভি

 >  Last ›