১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মি, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
শামা রহমানের একক সংগীতসন্ধ্যা
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১, ঢাকা) নিয়মিত আয়োজনের অংশ হিসেবে শামা রহমানের একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রসংগীতের প্রখ্যাত এই শিল্পী বিশ্বের বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করে প্রশংসিত হয়েছেন। বেঙ্গল ফাউন্ডেশন’সহ দেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থাগুলো থেকে প্রকাশিত হয়েছে তাঁর গানের অ্যালবাম। প্রয়াত ওস্তাদ ফজলুল হকের কাছে গান শেখা শুরু করেন তিনি। এরপর ছায়ানট ও বুলবুল ললিতকলা একাডেমিতে গান শিখেছেন। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
ইতোমধ্যে শিল্পীর ১৪টি রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক অঙ্গসংগঠন ইউনেস্কো থেকে তাঁর বেশ কিছু অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে।
সাতদিন/এমজেড