৩ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মি, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা

রেজোয়ানা চৌধুরী বন্যার গান ও ড. রঞ্জিত বিশ্বাসের আবৃত্তি

ঢাকার গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১, ঢাকা) সংগীত ও আবৃত্তি নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা। আবৃত্তি এবং পাঠ করবেন বাংলাদেশ সরকারের সাবেক সংস্কৃতি সচিব রঞ্জিত বিশ্বাস।

সংগীত পরিবেশনার পাশাপাশি বন্যা কাজ করে যাচ্ছেন সংগীতের প্রসারের জন্য। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের একজন শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ১৯৯২ সালে তিনি গড়ে তোলেন সংগীত শিক্ষার প্রতিষ্ঠান সুরের ধারা যা বর্তমানে বাংলাদেশের প্রথম সারির সংগীত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি।

অপরদিকে, রঞ্জিত বিশ্বাস সংগীত ও আবৃত্তির একজন সমঝদার। সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়েছিলেন। পাশাপাশি তিনি একজন ছোটগল্পকার, রম্য লেখক, কলাম লেখক এবং ক্রিকেট বিশ্লেষক।

সাতদিন/এমজেড

৩ অক্টোবর ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >