২ অক্টোবর বিকাল ৪টা, শিল্পকলা একাডেমি, ঢাকা

ভারতীয় নন্দনতত্ত্ব বিষয়ে সেমিনার

সাধনা সাংস্কৃতিক মণ্ডলের ইন্দোলজিক্যাল লেকচার সিরিজের ২য় আয়োজনে ভারতীয় নন্দন তত্ত্ব বিষয়ে বক্তব্য রাখতে উপস্থিত থাকছেন বিশিষ্ট গবেষক ড. রাধাবল্লভ ত্রিপতি। এই আয়োজনে সাধনার সাথে আছে আইটিআই এবং কিসসা কাহিনী। এ ছাড়া সহযোগিতা করছে ‘দ্য ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন’। ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ড. হরিসিং গৌড় বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি বিষয়ে অধ্যাপনা করেছেন রাধাবল্লভ ত্রিপতি। এ ছাড়া রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থা এবং শ্রী লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপিঠে তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাহিত্যশাস্ত্র এবং নৃত্যশাস্ত্রের একজন বিশেষজ্ঞ। এ পর্যন্ত তাঁর ১৬৭টি বই এবং ২০৭টি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে।

সাতদিম/এমজেড

২ অক্টোবর ২০১৫

সেমিনার