২ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মি, লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স, ঢাকা
ফ্লিকারিং ফ্লেইম-এর কনসার্ট
এন্ড অফ দ্য নাইট
ঢাকার বনানীতে অবস্থিত স্টুডিও লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স-এ (বে’স বেলা ভিস্তা, বাড়ি-৯৬, রোড-১১, ব্লক-সি) ‘এন্ড অফ দ্য নাইট’ শীর্ষক এক কনসার্টের আয়োজন করা হয়েছে। এই কনসার্টে সংগীত পরিবেশন করবে সাইকেডেলিক রক ব্যান্ড ফ্লিকারিং ফ্লেইম। ব্যান্ডটি দীর্ঘ আড়াই বছর পর মঞ্চে আসছে। এটা তাদের ফিরে আসার মিশনও বটে। ব্যান্ডটির বর্তমান সদস্যরা হলেন- মাইমুন (গিটার ও কন্ঠ), নিব্রাস (গিটার), মুশফিক (বেজ গিটার), আফ্রাদ (গিটার) এবং কেভিন (পার্কিউশন)।
সাতদিন/এমজেড