২৯ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর, পাঠশালা সিনেক্লাব, ঢাকা
সিনেমাটোগ্রাফির উপর উন্মুক্ত কাউন্সেলিং ও কর্মশালায় ভর্তি
পাঠশালা সিনেক্লাবের (বাড়ি-৫৮, রোড-১৫এ, ধানমণ্ডি, ঢাকা) উদ্যোগে সিনেমাটোগ্রাফির উপর কর্মশালার আয়োজন করা হয়েছে। মূল কর্মশালা শুরু হবে ১২ অক্টোবর থেকে। ১১ অক্টোবর পর্যন্ত কর্মশালায় ভর্তি কার্যক্রম চলবে। পাশাপাশি থাকছে সিনেমাটোগ্রাফির উপর উন্মুক্ত কাউন্সেলিং। ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে কাউন্সেলিং চলবে।
১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সিনেমাটোগ্রাফির মূল কোর্সের প্রশিক্ষক হিসেবে থাকছেন পঙ্কজ পালিত। তিনি ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে সিনেমাটোগ্রাফি বিষয়ে পড়াশুনা শেষ করেছেন। ডিজিটাল সিনে ক্যামেরা মেকানিজমের কর্মশালায় প্রশিক্ষণ নিয়েছেন সিঙ্গাপুর থেকে। এ পর্যন্ত তিনি চিত্রগ্রাহক হিসাবে প্রামাণ্যচিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও টেলিভিশন প্রডাকশনে উল্লেখযোগ্য সংখ্যক কাজ করেছেন। পাশাপাশি নিজেকে নিযুক্ত রেখেছেন শিক্ষকতায়। প্রযোজক-চিত্রগ্রাহক হিসেবে তিনি কাজ করেছেন বিবিসি, সিএনএন, নরওয়ে টিভি, সুইডিশ টিভি, শ্রীলঙ্কার ওয়াইএ টিভি, যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ, জাপানের এনএইচকেসহ বহু মিডিয়ার জন্য।
সাতদিন/এমজেড