২৯ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, পাঠশালা সিনেক্লাব, ঢাকা

এনিমেশন বিষয়ে উন্মুক্ত কাউন্সেলিং ও কর্মশালায় ভর্তি


পাঠশালা সিনেক্লাবের (বাড়ি-৫৮, রোড-১৫এ, ধানমণ্ডি, ঢাকা) উদ্যোগে এনিমেশনের উপর কর্মশালার আয়োজন করা হয়েছে। মূল কর্মশালা শুরু হবে ১৪ অক্টোবর থেকে। ১৩ অক্টোবর পর্যন্ত কর্মশালায় ভর্তি কার্যক্রম চলবে। পাশাপাশি থাকছে এনিমেশনের উপর উন্মুক্ত কাউন্সেলিং। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে কাউন্সেলিং চলবে।

১৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এনিমেশনের মূল কোর্সের প্রশিক্ষক হিসেবে থাকছেন মুর্শেদ জাহাঙ্গীর। বহু মাধ‍্যমে কাজ করলেও নিজেকে একজন ভিজুয়ালাইজার হিসেবেই দেখতে চান মুর্শেদ। অ‍্যাকাডেমিক পড়াশোনা চারুকলায়। প্রশিক্ষণ নিয়েছেন কম্পিউটার গ্রাফিক্স ও অ‍্যানিমেশনে— ভারতের চেন্নাই থেকে। পেশাদারি কাজের ঝুলিতে আছে প্রায় আঠারো বছরের অভিজ্ঞতা। মোশন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, স্ক্রিপ্ট সুপারভিশন কিম্বা স্বাধীন ধারার প্রযোজক — অনেক ধরনের দায়িত্ব পালন করেছেন।

সাতদিন/এমজেড

১৩ অক্টোবর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র