১ ও ২ অক্টোবর, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট
পণ্ডিত রামকানাই দাশের গানের প্রশিক্ষণ
বরেণ্য সংগীতসাধক পণ্ডিত রামকানাই দাশ-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সংগীত পরিষদ আয়োজন করেছে তাঁর রচিত ও সুরারোপিত গানের প্রশিক্ষণ কর্মশালা। সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। দুদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবেন পণ্ডিত রামাকানাই দাশের সুযোগ্যা কন্যা বিশিষ্ট সংগীতশিল্পী কাবেরী দাশ। কর্মশালা উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব। ১ অক্টোবর বিকাল ৪টা থেকে নিবন্ধন শুরু হবে। প্রশিক্ষণে আগ্রহীরা ২০০ টাকা ফি দিয়ে নিবন্ধিত হতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য ০১৯১১৩৪৯২৬৭ ও ০১৭৭১১৫০৬৭৪ নাম্বারে যোগাযোগ করা যাবে।
কর্মশালার সূচি:
১ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার
নাম নিবন্ধণ: বিকাল ৪ টা
প্রশিক্ষণ শুরু: বিকাল ৫.৩০ টা থেকে রাত ৮টা
২ অক্টোবর ২০১৫, শুক্রবার
সকাল ৯টা- দুপুর সাড়ে ১২টা
২টা -বিকাল ৫টা পর্যন্ত
(দুপুর সাড়ে ১২টা-২টা মধ্যাহ্নভোজের বিরতি)
সাতদিন/এমজেড