৩ অক্টোবর বিকাল ৩টা, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা
কবি ক্যামেলিয়া আহমেদের একক কবিতা সন্ধ্যা
অনুশিলন সাহিত্য পরিষদের উদ্যোগে কবি ক্যামেলিয়া আহমেদের একক কবিতার আসর বসছে ঢাকার সেক্রেটারিয়েট লিংক রোডে অবস্থিত জাতীয় প্রেস ক্লাবের ৩য় তলায়। সবার জন্য উন্মুক্ত এই কবিতা সন্ধ্যায় আমন্ত্রিত কবিদের মধ্যে রয়েছেন নির্মলেন্দু গুণ, অসীম সাহা, মহসিন হোসাইন, জাহাঙ্গীর ফিরোজ, মতিন বৈরাগী, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম, আল মুজাহিদী, আবু সালেহ, সাযযাদ কাদির, রবীন্দ্র গোপ, ফরিদ আহমেদ দুলাল, সরকার মাহবুব, মানিক মোহাম্মদ রাজ্জাক, মুহম্মদ নুরুল হুদা, রেজাউদ্দিন স্টালিন, আসলাম সানী, জাকির আবু জাফর, কামরুল ইসলাম, রানা জামান ও গোলাম শফিক।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিরাজ উদ্দীন আহমেদ, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ড. তপন বাগচী, মনি হায়দার, মাহবুব খান, এবিএম সোহেল রশিদ, শাওন আসগর, নুরুজ্জামান ফিরোজ, আলী মুহাম্মদ লিয়াকত এবং মিন্টু হক। অনুষ্ঠানে আবৃত্তি করবেন ড. শাহাদাত হোসেন নিপু, বদরুল আহসান খান, সাফিয়া খন্দকার রেখা এবং আয়শা উম্মে হুমায়রা। ড. সেয়দ রনোর সভাপতিত্ব অনুষ্ঠানটি সঞ্চালিত হবে। এ ছাড়া সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং কাজী রোজী আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সাতদিন/এমজেড