৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মি, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
ড. রাধাবল্লভ ত্রিপতির ভাষ্যে রবীন্দ্রনাথ ও সংস্কৃত
ঢাকার গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১, ঢাকা) নিয়মিত লেকচার সিরিজের অংশ হিসেবে এবারে বক্তব্য রাখবেন ড. রাধাবল্লভ ত্রিপতি। তাঁর বক্তব্যের বিষয় ‘রবীন্দ্রনাথ এবং সংস্কৃত’। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
ড. হরিসিং গৌড় বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি বিষয়ে অধ্যাপনা করেছেন রাধাবল্লভ ত্রিপতি। এ ছাড়া রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থা এবং শ্রী লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপিঠে তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাহিত্যশাস্ত্র এবং নৃত্যশাস্ত্রের একজন বিশেষজ্ঞ। এ পর্যন্ত তাঁর ১৬৭টি বই এবং ২০৭টি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে।
সাতদিন/এমজেড