৩ অক্টোবর বিকাল ৪টা, লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স, ঢাকা

সংগীত বিষয়ক কর্মশালা

ইন্ট্রোডাকশন টু ইলেক্ট্রনিক মিউজিক প্রডাকশন


ঢাকার বনানীতে অবস্থিত স্টুডিও লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স-এ (বে’স বেলা ভিস্তা, বাড়ি-৯৬, রোড-১১, ব্লক-সি) সংগীত বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় সংগীত জগতের নতুন বিষয় ইলেক্ট্রনিক মিউজিক সম্পর্কে ধারণা দেওয়া হবে। কর্মশালা পরিচালনা করবেন ফাহাদ জামান। এতে অংশ নিতে http://goo.gl/forms/YLnw95a8In এই ঠিকানায় গিয়ে নাম নিবন্ধন করতে হবে।

নিবন্ধন না করেও এতে অংশ নেওয়া যাবে, তবে নিবন্ধিত শিক্ষার্থীদের ইমেইলের মাধ্যমে কিছু নোট সর্বরাহ করা হবে যা দিয়ে কর্মশালার আগে শিক্ষার্থীরা নিজেই বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। কর্মশালায় ল্যাপটপ এবং হেডফোন সঙ্গে আনতে বলা হয়েছে। এতে বিভিন্ন বিষয় হাতে কলমে শিখতে সুবিধা হবে।

সাতদিন/এমজেড

৩ অক্টোবর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র