বিকাল ৫টা ২০ মি, ১ অক্টোবর, এন টিভি

তনিকা ভট্টাচার্য্য’র গান নিয়ে

চাঁদফুল জোৎস্নার গান


ঈদ-উল-আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের সপ্তম দিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘চাঁদফুল জোৎস্নার গান’। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পুতুল। এ অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করবেন তনিকা ভট্টাচার্য্য।

১ অক্টোবর ২০১৫

টেলিভিশন

 >  Last ›