রাত ৮টা ৫ মি, ১ অক্টোবর, এন টিভি
বিশেষ নাটক
এক বিকেলের সুখ-দুঃখ
গল্প: আনিস চৌধুরী
নাট্যরূপ: সাগর জাহান
পরিচালনা: রতন রিপন
অভিনয়: অপি করিম, সজল নূর, মুনিরা মিঠু
রেবা টেনিস খেলোয়াড়। শহীদ নামের একটি ছেলে তাকে অনেক পছন্দ করতো। এক সময় তাদের মধ্যে বন্ধুত্ব, ভালবাসা এবং পরে বিয়ে। বিয়ের পর শহীদ তাকে টেনিস খেলা ছেড়ে দিতে বলে। রেবা কিছুতেই মেনে নিতে পারেনি। মনমালিন্য শুরু হয়। হঠাৎ একদিন শহীদ শোবার ঘরে রেবার এক বন্ধুর চিঠি পায়। চিঠি নিয়ে শুরু হয় ঝগড়া, রেবা শহীদের বাড়ী থেকে তার মায়ের বাড়িতে চলে যায়। তারপর অনেক ঘটনার পর রেবা একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়, গল্প মোড় নেয় অন্যদিকে।