রাত ১১টা ১৫ মি, ১ অক্টোবর, এন টিভি
বিশেষ নাটক: দূরত্ব বজায় রাখুন
রচনা: হামেদ হাসান নোমান
পরিচালনা: মিলন ভট্টাচার্য্য
অভিনয়: আফরান নিশো, শখ, পিয়া বিপাশা
ভার্সিটির মেধাবী ছাত্র রিজভীর কাছে, বিয়ের আগে প্রেম ভালবাসা পাপ, লজ্জার ব্যাপার। কিন্তু কয়দিন আগে তারই ডিপার্টমেন্টের মেয়ে নীলা তাকে একটি প্রেমপত্র দেয়। প্রেমপত্র পাওয়ার পর, রিজভীর কাছে মনেহয়, যেন মাটি ফাক হয়ে যাক, সেখানে সে ঢুকে পড়–ক। কিন্তু নাছোড় নীলার হাত থেকেতো বাঁচা যাবেনা। তাই সে উপায় খুঁজতে গিয়ে, শরণাপন্ন হয় রিজভীর মেসের রুমমেট ফারুকের কাছে। ফারুক তাকে বুদ্ধি দেয় যে, সে মেয়ের কন্ঠে রুবিনা সেজে, ফোনে রিজভীর সাথে প্রেমালাপ করবে।