সন্ধ্যা ৬টা, ১ অক্টোবর, জিটিভি
বিশেষ নাটক: তোমাকে চাই
রচনা ও পরিচালনা: ইমরাউল রাফাত
অভিনয়: তিশা, ইরেশ জাকের, সন্ধি
আরমান আর ফারিয়ার দেখাটা অনেকটা হঠাত করেই বলা যায়। ফারিয়া তাঁর ছোট ভাইকে আনতে তাঁর স্কুলের সামনে অপেক্ষা করছিল আর গাড়ি নষ্ট থাকায় পায়ে হেঁটেই সেদিন অফিসে যাচ্ছিল আরমান। পথে ফারিয়াকে দেখে সে। ভালোলাগাটা সেখান থেকেই। এরপর নিজে থেকে গিয়েই পরিচিত হয়ে নেয় আরমান। ভদ্রতার খাতিরে ফারিয়াও জেনে নেয় তাঁর সব। আরমান কোটিপতি বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মা দুজনেই আমেরিকা থাকে। পড়াশুনা শেষ করে বাবার রেখে যাওয়া একটা ফার্মের দেখাশোনা করছে সে। অন্যদিকে নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে ফারিয়া। মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী সে। প্রথম দর্শনেই ভালবাসতে ইচ্ছে করবে এমনই একটি মেয়ে সে। হয়ত এই কারনেই অনিচ্ছা সত্ত্বেও আরমান তাঁর প্রেমে পড়ে যায়। কিন্তু টাকার কাছে নিজেকে বিলিয়ে দেবার মত মেয়ে ফারিয়া না। বন্ধুর চাইতে বেশী কিছু সে কখনোই ভাবেনি আরমানকে। আর তাই কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই না করে দেয় তাঁকে। আরমান ভেবে নেয় নিম্নবিত্ত পরিবারের মেয়েদের যা হয়, প্রেম করবে না তাঁরা, সরাসরি বিয়ে। ফারিয়ার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠায় আরমান। ভদ্রতা বজায় রেখেই তাঁদেও প্রস্তাব প্রত্যাখ্যান করে ফারিয়া। অন্যদিকে আরমানের সবকিছু শুনে ফারিয়ার বাবা মা দুজনেই চায় তাঁর সাথে ফারিয়ার বিয়ে দিতে। কিন্তু ফারিয়া নিজের সিদ্ধান্তে অনড়। সে সাফ জানিয়ে দেয় তাঁর ভালমন্দ দেখার বয়স হয়েছে তাই তাঁরা তাঁকে নিয়ে না ভাবলেও চলবে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।