বিকাল ৪ টা ৩০ মি, ১ অক্টোবর, জিটিভি

টেলিফিল্ম: মাঙ্কি বিজনেস

পরিচালনা: রাহাত রহমান
অভিনয়: তারিক আনাম খান, ইরেশ যাকের, শবনম ফারিয়া, সাবিলা


টেলিফিল্মটিতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অতি সাধারণ ছাত্র রাফির মুখে তার এবং তার পরিবারের পারিপার্শ্বিকতার গল্প শুনব আমরা। পরস্ত্রীতে আসক্ত বাবা, পুত্রবধূর ওপর বিরক্ত মা, অফিসে জালিয়াত বড় ভাই, একক পরিবারের স্বপ্নে বিভোর ভাবিসহ নিজের সংসারকে নিজমুখে বানর পরিবার বলে সম্বোধন করে রাফি। তারপর এই বানর পরিবারের গল্প বলে যায়। এর মধ্যে আমরা দেখতে পাই রাফির ফার্স্ট ক্রাশ এঞ্জেল লামিয়াকে, ফটোগ্রাফার হতে চাওয়া বন্ধু স্যামকে। এরই মধ্যে রাফির সঙ্গে দেখা যায় এক রহস্যময়ী মেয়েকে। গল্প এগিয়ে যায় নিজের গতিতে। ঘাত-প্রতিঘাত রাফিকে এমন এক জায়গায় দাঁড় করায়, যেখানে রাফি বুঝতে পারে আমাদের বিবর্তনের গল্পটা, আমাদের মাঙ্কি বিজনেস।

১ অক্টোবর ২০১৫

টেলিভিশন

 >  Last ›