১ অক্টোবর সন্ধ্যা ৭টা, যাত্রাবিরতী, ঢাকা
বাউল শফি মণ্ডলের একক সংগীত সন্ধ্যা
লোক গানের জনপ্রিয় শিল্পী বাউল শফি মণ্ডলের একক সংগীতের আসর বসছে ঢাকার যাত্রাবিরতীতে (৬০ কামাল আতাতুর্ক এভিন্যু)। ৫০০ টাকার টিকেটের বিনিময়ে যে কেউ সংগীতের এই আসর উপভোগ করতে পারবেন।
বাংলাদেশের প্রখ্যাত বাউল সংগীতশিল্পী শফি মণ্ডল। লালনের গানের পাশাপাশি অন্যান্য লোকগানও করেন তিনি। গুরু সাধন মুখার্জির কাছে তালিম নিয়েছিলেন তিনি। শফি মণ্ডল বিশ্বের বিভিন্ন দেশে গান গেয়েছেন। ভাবনগর সংগীত আশ্রম নামে একটি গানের স্কুল পরিচালনা করেন তিনি। শফি মণ্ডল একমাত্র বাংলাদেশি শিল্পী যিনি ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের আমন্ত্রণে নিউইয়র্কের সিম্ফনি স্পেস মঞ্চে একক সংগীত পরিবেশন করার গৌরব অর্জন করেন।
সাতদিন/এমজেড