২ থেকে ১০ অক্টোবর, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা

দলীয় চিত্রপ্রদর্শনী

শিল্পের শিকড়ে


শুক্রবার, ২ অক্টোবর ২০১৫ বিকাল ৫টা ৩০ মিনিটে ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজ-এর লা গ্যালারিতে উদ্বোধন করা হবে ‘শিল্পের শিকড়ে’ শীর্ষক এক দলীয় চিত্রকর্ম প্রদর্শনী। এই প্রদর্শনীতে প্রায় ৩৮ টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীটি ১০ অক্টোবর ২০১৫ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।


‘শিল্পের শিকড়ে’ শিরোনামে পাঁচজন শিল্পী নিজ নিজ দক্ষতায় ক্যানভাসের উপর রং তুলির রং ও রেখায় আবার পোড়া মাটির মাধ্যমে হৃদয় নন্দন চিত্র ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন। তাদের চোখে দেখা প্রকৃতি, নারী, পুরুষ ও জীবন কে তারা তাদের ধ্যান ধারণার বিভিন্ন রেখায় রং এ আবার মাটিতে খোদাই করে বিভিন্ন আকার দিয়ে মানুষের কথা, দেশের কথা, সমাজের কথা, সর্বসাধারণের কাছে দৃষ্টি নন্দন সৃজনশীল কাজের মাধ্যমে উপস্থাপন করার প্রচেষ্টা চালিয়েছেন। তবে দক্ষতাই একজন শিল্পীর মান নির্ণয়ের একমাত্র মাপকাঠি নয়। এর চেয়ে বড় বোধহয় তার শিল্প সৃজনে হৃদয় মিশেছে কতটুকু। পাঁচজন শিল্পী জেবুন নাহার নাইম (বেবী), মিনি করিম, লায়লা শারমিন, সমিরন চৌধুরী এবং তৈয়বউজ্জামান খান তপু ‘শিল্পের শিকড়ে’ প্রদর্শনীতে তাদের সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

সাতদিন/এমজেড

১০ অক্টোবর ২০১৫

প্রদর্শনী

 >  Last ›