রাত ৯টা, ২ অক্টোবর, মাছরাঙা টিভি
টিভির পর্দায় বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব ২০১৪
শহীদ পারভেজ খানের পরিবেশনা
প্রযোজনা: স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে উচ্চাঙ্গ সংগীতের অন্যতম বৃহৎ উৎসব ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৪’-এর ধারণকৃত অংশ। ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে উপমহাদেশের শতাধিক খ্যাতিমান শিল্পী সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এবারের পর্বে প্রচারিত হবে ওস্তাদ শহীদ পারভেজ খানের পরিবেশনা।
এতাওয়া ঘরানার এই শিল্পীর জন্ম ১৯৫৫ সালে ভারতের মুম্বাইতে। বিখ্যাত সঙ্গীত পরিবারে জন্ম নেওয়া এই গুণী শিল্পী পিতা ওস্তাদ আজিজ খাঁ-এর কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন। ওস্তাদ শহীদ পারভেজ খাঁ-এর দাদা এই উপমহাদেশের কিংবদন্তী সেতারবাদক ওস্তাদ ওয়াহিদ খান।
সাতদিন/এমজেড