বিকাল ৫টা ২ মি, ৩ অক্টোবর, মাছরাঙা টিভি
নারী বিষয়ক নতুন অনুষ্ঠান
নারীর পৃথিবী
অতিথি: রাহিমা সুলতানা রীতা, আবিদা আলী ও আফরোজা পারভীন
উপস্থাপনা: ফারহানা মিঠু
প্রযোজনা: স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘নারীর পৃথিবী’। নানা বাধা-বিপত্তি আর প্রতিকূলতার মধ্য দিয়ে নারীর অগ্রযাত্রা, নারীর স্বপ্ন, নারীর সংগ্রাম, সাফল্যগাঁথার গল্প নিয়ে এ অনুষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী নারীরা এ অনুষ্ঠানে নিজেদের কথা বলবেন। সেই সাথে আড্ডায় অংশ নিতে উপস্থিত থাকবেন বিভিন্ন অঙ্গনের সফল ও খ্যাতনামা ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন রাহিমা সুলতানা রীতা, আবিদা আলী ও আফরোজা পারভীন।
ফারহানা মিঠুর উপস্থাপনায় প্রাণবন্ত আড্ডা আর আলোচনায় এ অনুষ্ঠানে উঠে আসবে প্রাজ্ঞ ব্যক্তিবর্গের নারী বিষয়ক ভাবনা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠানটি সপ্তাহের শনিবার বিকাল ৫টা ২ মিনিটে প্রচারিত হচ্ছে।
সাতদিন/এমজেড