রাত ১১টা, ৩ অক্টোবর, এসএ টিভি
‘গহীনের গান’-এ পলাশ
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
‘গহীনের গান’ অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ১১টায় এসএ টিভিতে প্রচারিত হয়ে থাকে। এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা তাঁদের পছন্দের গানের অনুরধ করতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমে সরাসরি শিল্পীর সাথে কথা বলতে পারবেন। দর্শকরা যার যার স্কাইপি একাউন্ট থেকে musicsatv-তে সরাসরি কল করতে পারবেন। এছাড়াও শিল্পীর সাথে কথা বলার জন্য ৯৮৯৫০৭১, ৯৮৯৫২৬৬, ৯৮৯৫৪১৭ এবং ৯৮৯৬৩৭৯ নম্বরে কল করা যাবে।
এসএ টিভি’র নিয়মিত অনিষ্ঠান ‘গহীনের গান’-এর এ বারের পর্বে আসছেন সংগীতশিল্পী পলাশ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু।