দুপুর ২টা ৩০মি, ২ অক্টোবর, চ্যানেল নাইন
বিশেষ টেলিফিল্ম
নিশাচর নিশি কন্যা
রচনা: নুটহামসুন
পরিচালনা: ফাহমিদ কাজি
অভিনয়: নিশো, অর্ষা
নোবেল বিজয়ী নুটহামসুন এর গল্পের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে “নিশাচর নিশি কন্যা” গল্পে একটি মেয়ের অসম সম্পর্কের টানা পোড়েন এবং একাকিত্ব নিয়ে আর্বতিত হয়েছে এই গল্পের মূল কাহিনী। গল্পের কেন্দ্রীয় চরিত্র নিরা (নাজিয়া হক অর্ষা) বিবাহিত জীবনের একাকিত্ব নিয়ে হাপিয়ে ওঠে। একদিন সন্ধ্যায় পার্কের মুক্ত বাতাসে প্রান ভরে শ্বাস নিতে লেকভিউয়ে যায়। এমন সময় রায়হান নামের এক যুবক নিরাকে নিশি কন্যা ভাবতে শুরু করে এবং অযাচিত ভাবে নিরার সঙ্গ পেতে চায়। নিরা রায়হানকে নিয়ে তার বাসায় আসে, সারা রাত ধরে রায়হান নিরার অতিতের কথা জানতে চায়। ভোরে রায়হান গোসল খানায় একটি লাশ দেখে ভীত সন্ত্রস্ত হয়ে চলে আসে। তার মনে হাজারও প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। পরদিন সে আবারও নিরার কাছে ফিরে যায় তার প্রশ্নের উত্তর খুজতে। সব প্রশ্নের উত্তর কি পাবে রায়হান নিরার কাছ থেকে ? রহস্য আর প্রশ্নের জন্ম দিয়ে এগিয়ে যেতে থাকে গল্প “নিশাচর নিশি কন্যা’।
চ্যানেল নাইনে আজ দুপুর ২টা ৩০মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘নিশাচর নিশি কন্যা’। টেলিফিল্মটি রচনায় নুটহামসুন ও পরিচালনায় ফাহমিদ কাজি। অভিনয় করেছে নিশো, অর্ষা ।