রাত ৮টা ও ২টা, ৩ অক্টোবর, এবং
সকাল ৮ টা ১৫ মি, ৪ অক্টোবর, বৈশাখী টিভি
মিউজিক ট্রেন-এ শফিক তুহিন
উপস্থাপনা: সানিয়া সুলতানা লিজা
প্রযোজনা: এস আর রুমেল
গান নিয়ে সরাসরি আড্ডার অনুষ্ঠান মিউজিক ট্রেন। আনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন সংগীতশিল্পী শফিক তুহিন। গান গাওয়ার পাশাপাশি তিনি গীতিকার ও সুরকার হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। সেরা গীতিকার হিসেবে তিনি ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া পেয়েছে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। তিনি সহস্রাধিক গান লিখেছেন এবং দুশোর বেশি গানে সুর দিয়েছেন।
জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার উপস্থাপনায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি। প্রযোজনা করেছেন এস আর রুমেল।
সাতদিন/এমজেড