৫ অক্টোবর বিকাল ৩টা, জেলা শিল্পকলা একাডেমি, সিলেট
সিলেট শিল্পকলা একাডেমির আয়োজন
জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় সংস্কৃতির লালন, সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচির আলোকে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে আগামী ৫ অক্টোবর বিকেল ৩টায় জেলা পর্যায়ে জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলা পর্যায়ে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীগণ পরবর্তীকালে বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও উপজেলা পর্যায়ে জাতীয় সংগীত প্রশিক্ষণ প্রদান করবেন। জেলা পর্যায়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ উপজেলা পর্যায়ের প্রতিনিধি এবং জেলা শিল্পকলা একাডেমির সংগীত সাধারণ ও শিশুদলের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করবেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কার্যক্রমটি যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে সকলের সহযোগিতা, অংশগ্রহণ ও উপস্থিতি কামনা করেছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
সাতদিন/এমজেড