৩ অক্টোবর বিকাল ৩টা, জাতীয় গণগ্রন্থাগার, ঢাকা
তারকাদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত নিয়ে
ঈদ স্পেশাল কনসার্ট
ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ‘ঈদ স্পেশাল কনসার্ট’। এতে সংগীত পরিবেশন করবেন ক্লোজ আপ ওয়ান খ্যাত শিল্পী নওরিন, বাউল গানের শিল্পী রাজীব সাহ, সেরা কন্ঠ প্রতিযোগিতার শিল্পী এস এম রুবেল, তবিজ ফারুক এবং ক্ষুদে গানরাজের দুই শিল্পী শব্দ ও হৃদ্ধ। গানের পাশাপাশি থাকছে আধুনিক, ক্লাসিক্যাল এবং দলীয় নৃত্য। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় মডেল ও উপস্থাপক ইমতু রিতিশ। অনুষ্ঠানের টিকেটের মূল্য রাখা হচ্ছে সাধারণ ২০০ টাকা এবং ভিআইপি ৫০০ টাকা। টিকেট পাওয়া যাবে মিরপুর-১০ এর হলমার্ক ও পিকক-এ এবং বসুন্ধরা সিটিতে। বিস্তারিত তথ্যের জন্য ০১৬২৫১৮৫৪১৮ এবং ০১৯৬৪৮৮১৩৯৯ নম্বরে ফোন করা যাবে।
সাতদিন/এমজেড