আবেদনের শেষ তারিখ ৮ অক্টোবর
উদীচীর চার মাসব্যাপী নাট্যকর্মশালা
উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নাটক বিভাগের উদ্যোগে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে চার মাসের এক নাট্যকর্মশালা। এতে সর্বোচ্চ ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নিতে পারবেন। প্রশিক্ষক হিসেবে থাকছেন শিমুল ইউসুফ, আশীষ খন্দকার, ড. রতন সিদ্দিকী, আশিকুর রহমান লিয়ন, হৃদি হক, সাইফুল ইসলাম, আজাদ আবুল কালাম, শহীদুল মামুন, জাহিদ রিপন এবং আইরিন পারভীন লোপা। কর্মশালায় অংশ নিতে ৮ অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে ঢাকাস্থ উদীচীর কেন্দ্রীয় কারযালয়ে (১৪/২ তোপখানা রোড, ২য় তলা), শিল্পকলা একাডেমির চিলেকোঠায় (সেগুনবাগিচা, ঢাকা) এবং অভিক প্রকাশনীর স্টলে (আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা)। জরুরী প্রয়োজনে ০১৮২০১৮২৭০৫ নম্বরে ফোন করা যাবে।
সাতদিন/এমজেড