৯ থেকে ২৯ অক্টোবর, বেঙ্গল শিল্পালয়, ঢাকা
আবদুস শাকুর শাহ-এর চিত্রপ্রদর্শনী
মিউজ অব মিথ
৯ অক্টোবর সন্ধ্যা ৬টায় ঢাকার বেঙ্গল শিল্পালয়ে (বাড়ি-৪২, রোড-১৬ নতুন, ধানমণ্ডি) উদ্বোধন করা হবে শিল্পী আবদুস শাকুর শাহ-এর একক চিত্রপ্রদর্শনী ‘মিউজ অব মিথ’। কবি সৈয়দ শামসুল হক এবং বাংলাদেশে ফরাসী রাষ্ট্রদূত সোফি অবার্ত যৌথভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
শিল্পী আবদুস শাকুরের ছবিতে প্রাধান্য পেয়েছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য। বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য এবং সংস্কৃতির মিশেলে রঙিন হয়ে উঠে তাঁর ক্যানভাস। এর সাথে যোগ হয়েছে ময়মনসিংহ গীতিকা। সর্বোপরি এই প্রদর্শনীতে বাংলাদেশকে রং-তুলির মাধ্যমে উপস্থিত করার প্রয়াস লক্ষ করা যায়।
সাতদিন/এমজেড