৫ অক্টোবর দুপুর ২টা ৩০ মি, ব্যবসায় শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

ভিন্নধর্মী আলোচনা অনুষ্ঠান

প্যাশন এন’ পার্সোনা

আসছে ৫ অক্টোবর, ২০১৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিইউ টাইমজ কর্তৃক আয়োজিত এক ভিন্নধর্মী আলোচনা আনুষ্ঠান। “প্যাশন এন’ পারসোনা” শিরোনামের এই অনুষ্ঠানকে বলা যায় ব্যক্তিত্ব বিষয়ক ও নিজেকে উপস্থাপনযোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশনামূলক একটি আয়োজন। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ‘ইউ ক্রেভড্ ফর ইট’। নিজের ব্যক্তিত্বকে কিভাবে আরো আকর্ষণীয় আঙ্গিকে উপস্থাপন করা যায় এবং কি করে বেশভূষা, ব্যবহার ও চাল-চলনে নিজেকে অন্যের থেকে পৃথকভাবে উপস্থাপন করা যায় তা নিয়ে বক্তারা আলোচনা করবেন। এই আলোচনা অনুষ্ঠান উপভোগ করতে : https://docs.google.com/…/1YcS6w-3nsLqzF3KNSFQTEhJ…/viewform এই ঠিকানায় গিয়ে নাম নিবন্ধন করতে হবে।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- থাকরাল ইনফরমেশন সিস্টেমসের প্রধান নির্বাহী শাহজামান মজুমদার, বীর প্রতীক, সোলায়মান সুখন, হেড অব বিজনেস, আমরা স্মার্ট সলিউশন্স এবং জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুমানা মালিক মুনমুন। তাঁরা কর্পোরেট ড্রেস কোড, এটিকেট এবং ব্যক্তিত্বে গ্ল্যামারের প্রভাব নিয়ে কথা বলবেন।

অনুষ্ঠানটি তিনটি সেশনে বিভক্ত থাকবে। প্রথম সেশন- ‘ড্রেসিং ফর সাকসেস’ –এ কর্পোরেট ড্রেস কোড নিয়ে কথা বলবেন শাহজামান মজুমদার, দ্বিতীয় সেশন-‘এটিকেট এনকাউন্টার’ –এ কর্পোরেট এটিকেট, টেবিল ম্যানারস ও মার্জিত ব্যবহারের নানা দিক নিয়ে আলোচনা করবেন সোলায়মান সুখন এবং তৃতীয় সেশনে জনপ্রিয় অভিনেত্রী রুমানা মালিক মুনমুন ব্যক্তিত্ব গঠনে গ্ল্যামারের গুরুত্ব নিয়ে আলোকপাত করবেন।

সাতদিন/এমজেড

 

৫ অক্টোবর ২০১৫

সেমিনার