১৩ অক্টোবর থেকে ৮ নভেম্বর, কলাকেন্দ্র, ঢাকা

দুই শিল্পীর চিত্রপ্রদর্শনী


রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কলাকেন্দ্রে (১/১১ (৪র্থ তলা, ইকবাল রোড) ‘ডিলিবারেট/র‍্যান্ডম-ডায়লগ বিটুইন ইমেজেস’ শিরোনামে দুই শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিল্পী ফারজানা রহমান ববি এবং পলাশ বিশ্বাস সূর্য’র চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করা হবে ১৩ অক্টোবর সন্ধ্যা ৭টায়। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে ৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

প্রদর্শনীতে দুই শিল্পীর দুই ঘরানার কাজ দেখা যাবে। ফারজানা রহমান ববির কাজ নন-অবজেক্টিভ এবং পলাশ বিশ্বাস সূর্য'র কাজ ফিগারেটিভি। ফারজানা রহমান ববি এ সম্পর্কে সাতদিনকে জানান, 'মূলত অবজেক্টিভ এবং নন-অবজেক্টিভ ডায়লগ তৈরি করার প্রয়াস দেখা যাবে এই প্রদর্শনীতে'।

১৩ অক্টোবর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রখ্যাত শিল্পী মনিরুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: মনজুর রহমান এবং কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওর উপদেষ্টা এম এ রহিম ফিরোজ। উপস্থিত অতিথিবৃন্দ যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করবেন। কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াকিলুর রহমান এবং কেকাশা সাবাহ।

সাতদিন/এমজেড

১৩ অক্টোবর ২০১৫

প্রদর্শনী

 >  Last ›