২ থেকে ৪ অক্টোবর, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা

নিখিলবঙ্গ বাউলসংগীত সম্মলনে ঢাকার আয়োজন


লালন ফকিরের ১২৫তম তিরোভাব দিবস উপলক্ষে দুই বাংলার বাউল গানের শিল্পীদের অংশগ্রহণে প্রথম বারের মতো নিখিলবঙ্গ বাউলসংগীত সম্মেলনের আয়োজন করা হয়েছে। ৯ দিনের এই উৎসবের প্রথম তিনি দিন ২, ৩ ও ৪ অক্টোবরের অনুষ্ঠান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানস্থ রমনা শ্রীশ্রী মা আনন্দময়ী আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন সমাধীর প্রধান খাদেম ফকির মোহাম্মদ আলী শাহ উৎসব উদ্বোধন করেন ২ অক্টোবর।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতিদিন বিকাল ৩টা থেকে আলোচনা, সেমিনার, বাউল সংবর্ধনার আয়োজন থাকছে। সূর্যাস্ত থেকে রাতভোর পর্যন্ত চলবে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের বিখ্যাত ফকির-বাউলদের অংশগ্রহণে চলবে সম্মিলনের মূল পর্ব। ৪ অক্টোবর বিকাল ৪টায় প্রবীণ বাউল সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আগামী ৯ থেকে ১১ অক্টোবর শেরপুরের কর্ণঝোরস্থ ‘রাজা পাহাড়’-এ এবং ১৫ থেকে ১৮ অক্টোবর কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন সমাধীতে যথাক্রমে উৎসবের দ্বিতীয় ও তৃতীয় অংশ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ফরিদা পারভিন, সংস্কৃতি সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস। ৪ অক্টোবর প্রবীণ বাউল সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

সাতদিন/এমজেড

৪ অক্টোবর ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >