৪ অক্টোবর সন্ধ্যা ৭টা, শিল্পকলা একাডেমি, ঢাকা

দ্যাশবাঙলা থিয়েটারের নাটক

কঙ্কাল ও সাড়ে তিন হাত


দ্যাশবাঙলা থিয়েটারের দশম প্রযোজনা নাটক ‘কঙ্কাল ও সাড়ে তিন হাত’। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে মঞ্চায়িত হবে নাটকটি। রশিদুল ইসলাম রাজা রচিত নাটকটির নির্দেশনায় থাকছেন মেহেদী তানজীন। বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর নানান সামাজিক টানাপোড়েন উঠে এসেছে এই নাটকে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মাহজেবিন গোধূলি, সোহেল জামান, পলাশ রঞ্জন লোহ, রাজকুমার পাল, সুমন খান, শারমীন আক্তার সোমা, মাহফুজ, সজীব ও সোহান। নেপথ্যে সঙ্গীতে রয়েছেন উজ্জ্বল, মানিক সরকার, বিশ্বজিৎ ও রশিদুল ইসলাম রাজা। এ ছাড়া আলোক সজ্জায় আছেন ওয়ালিদ খান।

‘কঙ্কাল ও সাড়ে তিন হাত’ নাটকে দেখা যায় লিয়াকত মেম্বার নামের এক অত্যন্ত দুর্নিতিগ্রস্ত মানুষ তার হীন স্বার্থ চারিতার্থ করার জন্য যে কোন অপকর্ম করতে প্রস্তুত। সে খুন করতেও দ্বিধা করে না। স্বার্থ হাসিলের লক্ষে সে খুন করে যুবক এরফানের পিতাকে। এরফান ঘটনাক্রমে চোর হিসেবে ধরা পড়ে তারই হাতে। ঘটনা ভিন্ন দিকে মোড় নেয় যখন মেম্বারের আদুরে কন্যার সঙ্গে এরফানের প্রেম বন্ধন সুদৃঢ় হয়। এই যুগলই মেম্বারের সমস্ত অহংকারকে গুড়িয়ে দেয়। একসময় এরফান উদ্ধার করে তার পিতার কঙ্কাল।

সাতদিন/এমজেড

৪ অক্টোবর ২০১৫

নাটক

 >  Last ›