৪ অক্টোবর সন্ধ্যা ৭টা, শিল্পকলা একাডেমি, ঢাকা
রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাটক
নবশব্দ থিয়েটারের ‘মাল্যদান’
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নবশব্দ থিয়েটারের প্রযোজনা ‘মাল্যদান’-এর ৭ম মঞ্চায়ন হতে যাচ্ছে ঢাকাস্থ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে। এ নাটকের নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন মো: আবদুল খালেক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তানিয়া, নিলীমা, সালমান, রুবেল, মোহাম্মদ আবদুল খালেক, তুলসী, সেলিনা, হূদয় প্রমুখ।
নাটকে দেখা যায়, পটল ও তার সরকারি চাকরিজীবী স্বামী নিঃসন্তান অবস্থায় শৌখিন জীবনযাপন করছে। পটল এক সময় রাস্তায় কুড়িয়ে পায় এক শিশু কন্যাকে। মেয়েটির বাবা-মা প্লেগ রোগে মারা যায়। মেয়েটির সাথে পটল তার এক দূর-সম্পর্কের আত্মীয়ের বিয়ে দিতে চায়। যতীন নামের সেই আত্মীয় ইতোমধ্যে ডাক্তারি পাস করে একটি হাসপাতালে চাকরি করে। এদিকে বিয়ে নিয়ে নানান জটিলতা চলাকালে মেয়েটি বাড়ি থেকে পালিয়ে যায়। তাকে পুলিশ রাস্তা থেকে অসুস্থ অবস্থায় সেই হাসপাতালে ভর্তি করে। যতীন মেয়েটিকে চিনতে পারে এবং বাড়িতে নিয়ে চিকিত্সা করানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। মেয়েটি অবশেষে মারা যায়।
সাতদিন/এমজেড