৫ অক্টোবর বিকাল ৪টা, জাতীয় সংসদ ভবন, ঢাকা

ওয়ার্দা রিহাবের কোরিওগ্রাফিতে হাজার শিল্পীর পরিবেশনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ’ পদক অর্জন উপলক্ষে আয়োজিত আর্থ প্যারেডে হাজার শিল্পীকে নিয়ে মঞ্চ পরিবেশনার প্রস্তুতি নিয়েছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। এই আয়োজনে অংশ নিবেন নৃত্যশিল্পী, সাইক্লিস্ট, ঢুলী, স্কাউটস, পাপেটশিল্পী, সংগীতশিল্পী’সহ বিভিন্ন মাধ্যমের শিল্পীবৃন্দ। মোট এক হাজার জন শিল্পীকে নিয়ে কোরিওগ্রাফি করছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব।

সাতদিনের সাথে কথা প্রসঙ্গে ওয়ার্দা রিহাব জানান, ‘পুরো দলটাই কঠোর পরিশ্রম করছে। এক হাজার জন বিভিন্ন মাধ্যমের শিল্পীর সাথে কাজ করার এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ’।

উল্লেখ্য, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ’। ২০০৪ সাল থেকে প্রতি বছর চারটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এ বছর ‘পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সদূরপ্রসারি উদ্যোগের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কার দেয়া হয়।

সাতদিন/এমজেড

৫ অক্টোবর ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >