৯ থেকে ১১ অক্টোবর, রাজা পাহাড়, শেরপুর

নিখিলবঙ্গ বাউলসংগীত সম্মলনে শেরপুরের আয়োজন


লালন ফকিরের ১২৫তম তিরোভাব দিবস উপলক্ষে দুই বাংলার বাউল গানের শিল্পীদের অংশগ্রহণে প্রথম বারের মতো নিখিলবঙ্গ বাউলসংগীত সম্মেলনের আয়োজন করা হয়েছে। ৯ দিনের এই উৎসবের দ্বিতীয় পর্ব আগামী ৯ থেকে ১১ অক্টোবর শেরপুরের কর্ণঝোরস্থ ‘রাজা পাহাড়’-এ অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, উৎসবের প্রথম তিন দিন ২, ৩ ও ৪ অক্টোবরের অনুষ্ঠান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানস্থ রমনা শ্রীশ্রী মা আনন্দময়ী আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন সমাধীর প্রধান খাদেম ফকির মোহাম্মদ আলী শাহ উৎসব উদ্বোধন করেন ২ অক্টোবর।

আগামী ১৫ থেকে ১৮ অক্টোবর কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন সমাধীতে উৎসবের তৃতীয় অংশ অনুষ্ঠিত হবে।

সাতদিন/এমজেড

১১ অক্টোবর ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >