নিবন্ধনের শেষ তারিখ ২৯ অক্টোবর

উদীচীর শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা


বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের উদ্যোগে ‘শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকছেন কামাল লোহানী, নিরঞ্জন অধিকারী, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহমুদ সেলিম, বেলায়েত হোসেন, ড. রতন সিদ্দিকী, ডালিয়া আহমেদ, ইকবাল খোরশেদ, রেজীনা ওয়ালী লীনা এবং মাসকুর-এ সাত্তার কল্লোল। কর্মশালায় অংশগ্রহনে আগ্রহীদের ২৯ অক্টোবরের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। এরপর ৩০ অক্টোবর সাক্ষাতকারের মাধ্যমে কর্মশালার শিক্ষার্থীদের চুড়ান্তভাবে নির্বাচন করা হবে।

নিবন্ধনের জন্য আবেদনপত্র পাওয়া যাবে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে (১৪/২ তোপখানা রোড, ঢাকা) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ ছাড়া শাহবাগের আজিজ সুপার মার্কেটের মর্মর, পাঠক সমাবেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজে আবেদনপত্র পাওয়া যাবে। কর্মশালা শুরু হবে আগামী ৬ নভেম্বর থেকে। যে কোন তথ্যের জন্য ফোন করা যাবে ০১৯৭১৭৭৯৪১০ ও ০১৮১১৪১৩৫৮২ নাম্বারে।

সাতদিন/এমজেড

২৯ অক্টোবর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র