বিকাল ৫ টা ৪৫ মি, ৫ অক্টোবর, এটিএন বাংলা
ম্যাগাজিন অনুষ্ঠান: পাঁচফোড়ন
উপস্থাপনা: ইমন ও কণা
অংশগ্রহনে: কণা, চঞ্চল চৌধুরী, অপি করিম
প্রথমবারের মতো অভিনেতা ইমন ও সঙ্গীতশিল্পী কণা একসঙ্গে অভিনয়ের মাধ্যমে অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন। পাশাপাশি কণা ও ইমনকে দিয়ে চিত্রায়ন করা হয়েছে একটি ভালোবাসার গান। অনুষ্ঠানে গান গেয়েছেন কণা, অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া রয়েছে জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের পরিবেশনায় একটি দৃষ্টিনন্দন নৃত্য। কবিগুরুর একটি গানের সঙ্গে ব্যতিক্রমী কম্পোজিশনে অপি করিমের সঙ্গে এ নৃত্যে অংশগ্রহণ করেছে একদল নৃত্যশিল্পী। ব্যতিক্রমী সাইকেল ও সাইকেল চালনার ওপর রয়েছে একটি মজাদার রিপোর্টিং। রয়েছে মিউজিকের তালে তালে রান্নার ওপর একটি বিশেষ পর্ব ‘মিউজিক্যাল ব্রেকফাস্ট’। আরও আছে কোরবানি ঈদ ও অন্যান্য বিষয়ের ওপর বেশক’টি নাট্যাংশ।
ভিন্ন আঙ্গিকের উপস্থাপনা আর রকমারি আয়োজন নিয়ে এটিএন বাংলায় আজ বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত এ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সানজিদা হানিফ। উল্লেখ্য অনুষ্ঠানটি এবারের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় ঈদের পরদিন প্রচার হয়।