নিবন্ধনের শেষ দিন ৯ অক্টোবর
মাহিদুল ইসলাম পরিচালিত
স্বরচিত্রের আবৃত্তি কর্মশালা
সাংস্কৃতিক সংগঠন স্বরচিত্রের উদ্যোগে ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবৃত্তি কর্মশালা। কর্মশালার তিনটি ক্লাস হয়ে গেলেও এখনও আগ্রহীদের ভর্তির সুযোগ রয়েছে। এই কর্মশালা চলবে তিন মাস। দেশের প্রখ্যাত আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম কর্মশালাটি পরিচালনা করছেন। প্রতি শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিট হতে সকাল ১১টা পর্যন্ত ক্লাস চলছে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৭ম তলায়। কোর্স ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্র পূরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অথবা শাহবাগস্থ আজিজ সুপার মার্কেটের তিন তলার আবৃত্তিমেলা’য় জমা দিতে পারবেন।
এই প্রশিক্ষণে শেখানো হবে বাক-প্রত্যঙ্গ পর্যালোচনা, বর্ণমালা উচ্চারণ কৌশল, জিহ্বার জড়তা মুক্তি, স্বর চর্চা, কন্ঠস্বরের বৈশিষ্ট্য ও প্রয়োগের কৌশল, প্রমিত উচ্চারণ সূত্র, বাংলা কবিতার ছন্দ, আবেগ প্রকাশ, আবৃত্তি নির্মিতি ও উপস্থাপনা শৈলী, কবিতা নির্বাচন ইত্যাদি বিষয়। প্রশিক্ষণার্থীদেরকে অবশ্যই কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে। উচ্চমাধ্যমিক পাশ করা অনুর্ধ্ব পঁচিশ বছর বয়সী যে কোন ব্যক্তি আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ফোন করা যাবে ০১৯৪৭৫৫০৩৮৮, ০১৬৭৪৯৩৪২৪৮, ০১৯১৯৩১৫৬৬৬ ও ০১৯১৬১৫০৮১১ নাম্বারে।
সাতদিন/এমজেড