৫ অক্টোবর সন্ধ্যা ৬টা, জাতীয় জাদুঘর, ঢাকা
ভুটান চলচ্চিত্র উৎসবে
দ্য কাপ
রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ২ অক্টোবর থেকে শুরু হওয়া ভুটান চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘দ্য কাপ’। খিয়েন্তেসে নরবু পরিচালিত এই চলচ্চিত্রটি ১৯৯৯ সালে মুক্তি পায়। তিব্বতীয় ভাষায় নির্মিত ৯৩ মিনিটের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন অর্গিয়েন টবগিয়্যাল, নেতেন চকলিং’সহ আরও অনেকে। তিব্বতীয় দুই ফুটবল পাগল বালককে কেন্দ্র করে চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়।
চলচ্চিত্র ‘দ্য কাপ’ ১৯৯৮ সালের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। এতে দেখা যায় দুই তিব্বতীয় বালক ভারতের এক সন্যাসীদের আশ্রমে বসবাস করছে। তাদের দুজনেরই রয়েছে ফুটবল খেলার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও আবেগ। এমন সময় শুরু হতে চলেছে ১৯৯৮ সালের বিশ্বকাপ ফুটবল। কিন্তু খেলা দেখার জন্য তাদের কাছে নেই কোন টেলিভিশন। একটি টেলিভিশন জোগাড় করতে তারা উঠে পড়ে লাগে। এভাবেই এগিয়ে যায় চলচ্চিত্রের গল্প।
সতদিন/এমজেড