৫ অক্টোবর সন্ধ্যা ৬টা, শিল্পকলা একাডেমি, ঢাকা

হাসান মাহমুদের গান-কবিতার আসর

চাই বন্ধুজীবন


কবি ও কন্ঠশিল্পী হাসান মাহমুদের সংগীত পরিবেশনা এবং কবিতা আবৃত্তি দিয়ে সাজানো হয়েছে সাংস্কৃতিক আয়োজন ‘চাই বন্ধুজীবন’। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হবে ৫ অক্টোবর সন্ধ্যা ৬টায়।

অনুষ্ঠানে শিল্পী গণসংগীতসহ তার নিজের লেখা গানের পাশাপাশি পাঠ করবেন স্বরচিত কবিতা। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের হারানো দিনের বেশ কিছু জনপ্রিয় গানও গাইবেন তিনি।

কণ্ঠশিল্পী হাসান মাহমুদ সংগীতের তালিম নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদ, ফরিদা পারভিন, প্রয়াত সংগীত পরিচালক দেব ভট্টাচার্য, সুজেয় শ্যামের কাছে। গানের পাশাপাশি কবিতায় তিনি সমানভাবে এগিয়ে চলছেন। এযাবৎ তার ১০টি কবিতার বই প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো দিগ্ভ্রান্ত সহিস, মধ্যাহ্নের স্বরলিপি, আরও কিছু পথ, দূরাগত মাদলের ধ্বনি। এছাড়া তিনি শতাধিক গান রচনা করেছেন।

সাতদিন/এমজেড

৫ অক্টোবর ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >