১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মি, ছায়ানট সংস্কৃতি-ভবন, ঢাকা
রবীন্দ্রনাথের গান নিয়ে তিন তরুণ শিল্পী
সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান
দুই বাংলার তিন প্রতিভাবান তরুণ শিল্পীর গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে অডিও সিডি ‘রাত বলেছে যাই’। এই তিন তরুণ শিল্পী হলেন সুকান্ত চক্রবর্তী, অভিজিৎ মজুমদার ও সেঁজুতি বড়ুয়া। সিডিতে থাকছে রবীন্দ্রনাথের আঘাত ও উত্তরণের ১২টি গান। অ্যালবামের সঙ্গীত আয়োজন ও যন্ত্র সহযোগে অংশ নিয়েছেন পন্ডিত বিপ্লব মন্ডল, অম্লান হালদার ও রানা দত্তের মতো গুণী শিল্পীরা।
সিডির মোড়ক উন্মোচন উপলক্ষে ঢাকার মোহাম্মদপুরের শংকর বাস স্ট্যান্ড সংলগ্ন ছায়ানট সংস্কৃতি-ভবনে এক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে তরুণ শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। তরুণ শিল্পীদের উৎসাহ যোগাতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মিতা হক, বুলবুল ইসলামের মতো গুণী শিল্পীবৃন্দ।
সাতদিন/এমজেড