১৬ অক্টোবর সকাল ৯টা, টেকশপবিডি, ঢাকা
রোবট বানানোর কর্মশালা
টেকশপবিডি’র উদ্যোগে ১৬ অক্টোবর থেকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত টেকশপবিডি’র কার্যালয়ে (এ আর এ ভবন, ৩য় তলা, ৩৯ কাজী নজরুল ইসলাম এভিন্যু) শুরু হচ্ছে রোবট বানানোর কর্মশালা। বাধা এড়িয়ে চলার ক্ষমতা সম্পন্ন রোবট তৈরির কৌশল শেখানো হবে এই কর্মশালায়। কর্মশালায় অংশ নিতে ১০০০ টাকা ফি জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। সেই সাথে কিট ফি বা প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের জন্য আরও ৩০০০ টাকা ফি জমা দিতে হবে। অর্থাৎ মোটা ৮০০০ টাকা ফি জমা দিয়ে যে কেউ এতে অংশ নিতে পারবেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা একটি টি শার্ট, একটি ডায়রি এবং একটি চাবির রিং ফ্রি পাবেন। এ ছাড়া থাকছে প্রশিক্ষণার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন।
সাতদিন/এমজেড