৯ অক্টোবর সন্ধ্যা ৬টা, থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম

কবিতা পাঠের আসরে ১৫ কবি


‘সাদা কাগজের পাখি’ শিরোনামে কবিতা পাঠের আসর বসছে ৯ অক্টোবর ২০১৫ শুক্রবার সন্ধ্যে ৬টায় চট্টগ্রামের নন্দন কাননে অবস্থিত থিয়েটার ইনস্টিটিউট। এতে কবিতার কথা বলবেন কবি খালেদ হামিদী। কবি ভাগ্যধন বড়ুয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানে কবিতা পড়বেন আখতারী ইসলাম, আজিজ কাজল, আরণ্যক টিটো, উপল বড়ুয়া, চৌধুরী ফাহাদ, জয়ন্ত জিল্লু, তনুজা বড়ুয়া, ফুয়াদ হাসান, মনজুর কাদের, মাধব দীপ, রিমঝিম আহমেদ, রোমেনা আফরোজ, শেখর দেব, সাইদুল ইসলাম এবং স্বরূপ সুপান্থ।

সাতদিন/এমজেড

৯ অক্টোবর ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >