১২ থেকে ১৪ অক্টোবর, দৃক গ্যালারি, ঢাকা

ওয়েডিং ফটোগ্রাফি প্রদর্শনী


ওয়েডিং এন্ড পোট্রেইট ফটোগ্রাফার অফ বাংলাদেশ-এর উদ্যোগে এক আলোকচিত্র কর্মশালার আয়োজন করা হয়েছে। রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত দৃক গ্যালারিতে (বাড়ি-৫৮, রোড-১৫এ নতুন, ধানমণ্ডি আ/এ) অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীতে স্থান পাবে বিয়ের অনুষ্ঠানে তোলা ছবি। প্রদর্শনীর জন্য ছবি নির্বাচন করতে প্রতিযোগিতার আয়োজন করেছে ওয়েডিং এন্ড পোট্রেইট ফটোগ্রাফার অফ বাংলাদেশ। ৬ অক্টোবর পর্যন্ত আগ্রহী আলোকচিত্রীদের কাছ থেকে ছবি সংগ্রহ করা হবে। এরপর জাচাই বাছাইয়ের মাধ্যমে প্রদর্শনীর জন্য ছবি নির্বাচন করা হবে। পোট্রেইট, কাপল, ক্যান্ডিট, এনভায়ারমেন্ট, আউটডোর এবং এবস্ট্রাক্ট ক্যাটাগরিতে ছবি সংগ্রহ করা হচ্ছে। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীরা পাবেন যথাক্রমে ৩০, ২০ এবং ১০ হাজার টাকা পুরস্কার। ১২ থেকে ১৪ অক্টোবর প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা এই প্রদর্শনী চলবে।

সাতদিন/এমজেড

১৪ অক্টোবর ২০১৫

প্রদর্শনী

 >  Last ›