সকাল ৭টা, ৬ অক্টোবর, মাছরাঙা টিভি

রাঙা সকাল-এ দেবলীনা সুর

উপস্থাপনা: অদিতি ও কিবরিয়া
প্রযোজনা: রাকিবুল আলম ও জোবায়ের ইকবাল


মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘রাঙা সকাল’। অনুষ্ঠানের প্রতি পর্বে বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের আমন্ত্রন জানানো হয়। আড্ডার মধ্য দিয়ে উঠে আসে অতিথির বর্ণময় জীবনের কথা। অনুষ্ঠানটির ১৫০০তম পর্ব প্রচারিত হবে আজ।


অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি হিসেবে ধাকছেন প্রখ্যাত সংগীতশিল্পী দেবলিনা সুর। দেবলীনা সুর কলকাতায় রবীন্দ্রসংগীতের ওপর পড়াশোনা করেছেন। বৃহন্নলা সিনেমায় প্লেব্যাক করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। গানটি শিল্পী নিজেই রচনা ও সুর করেছেন তিনি।

সাতদিন/এমজেড

৬ অক্টোবর ২০১৫

টেলিভিশন

 >  Last ›