৬ অক্টোবর সন্ধ্যা ৬টা, জাতীয় জাদুঘর, ঢাকা
ভুটান চলচ্চিত্র উৎসবের শেষ দিনে
ট্রাভেলার্স এন্ড ম্যাজিসিয়ানস
রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ২ অক্টোবর থেকে শুরু হওয়া ভুটান চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘ট্রাভেলার্স এন্ড ম্যাজিসিয়ানস’। বিখ্যাত ভুটানী চলচ্চিত্রনির্মাতা খিয়েন্তসে নরবু পরিচালিত চলচ্চিত্রটি মুক্তি পায় ২০০৩ সালে। হিমালয় পর্বতমালা সংলগ্ন এক প্রত্যন্ত অঞ্চলে কর্মরত তরুণ সরকারি কর্মচারির স্বপ্ন ও পারিপার্শিক বাস্তবতাই চলচ্চিত্রের মূল বিষয়। স্থানীয় ভুটানী জোংখা ভাষায় নির্মিত এই চলচ্চিত্রটির দৈর্ঘ্য ১০৮ মিনিট। এতে অভিনয় করেছেন নেতেন চকলিং, শেওয়াং দেবদুপ, লাখপা দর্জি, সোনাম কিংগা, দেকি ইয়াংজম’সহ আরও অনেকে।
চলচ্চিত্রের মূল চরিত্র সরকারি কর্মচারি দনদুপ। দুর্গম অথচ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক প্রত্যন্ত গ্রামে তার কর্মক্ষেত্র। এই বিচ্ছিন্ন জীবন তার কাছে বিরক্তিকর ঠেকে। সে স্বপ্ন দেখে আমেরিকা যাবার। সেই গ্রাম থেকে সে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশ্যে রওনা দেয়। পথে সঙ্গী হিসেবে জুটে যায় এক বৌদ্ধ সন্নাসী, এক আপেল বিক্রেতা, একজন রাইস-পেপার ব্যবসায়ী ও তার সুন্দরী কন্যা। থিম্পুর দিকে চলতে চলতে দলটির সদস্যরা পরস্পরের কাছাকাছি আসে, আবার সৃষ্টি হয় নানান দ্বন্দ্ব ও টানাপোড়েন। এই সব নিয়েই এগিয়ে যায় চলচ্চিত্র ‘ট্রাভেলার্স এন্ড ম্যাজিসিয়ানস’।
সাতদিন/এমজেড