সন্ধ্যা ৬টা ৩০ মি, ৬ অক্টোবর, একুশে টিভি
দেশজুড়ে সংলাপের ৩২৭তম পর্ব
বিষয়: আমাদের লোক ঐতিহ্যের চর্চা, বিকাশ ও লোকগান
অতিথি: সাইমন জাকারিয়া ও বেঞ্জামিন ক্রাকাউর
সঞ্চালক: জামিল আহমেদ
প্রযোজনা: মাসুমা লিসা
একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশজুড়ে সংলাপ। অনুষ্ঠানটির প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচক হিসেবে উপস্থিত থাকেন বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের এবারের পর্বের বিষয় ‘আমাদের লোক ঐতিহ্যের চর্চা, বিকাশ ও লোকগান’। এ বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত ছিলেন গবেষক ও নাট্যকার সাইমন জাকারিয়া এবং যুক্তরাষ্ট্রের অ্যামোরি বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর বেঞ্জামিন ক্রাকাউর।
ঐতিহ্যনুসারী বৃহত্তর গ্রামীণ জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, আচার-আচরণ ও অনুষ্ঠান, জীবন-যাপন প্রণালী, শিল্প ও বিনোদন ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠা সংস্কৃতিকে সহজ ভাষায় লোকসংস্কৃতি বা জনসংস্কৃতি বলা হয়। এই লোকসংস্কৃতি নিয়ে দেশজুড়ে সংলাপের এবারের আয়োজন।
সাতদিন/এমজেড