২৩ অক্টোবর সন্ধ্যা ৭টা, জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম

আবির আব্দুল্লাহ’র আলোকচিত্র কর্মশালা


বর্তমান সময়ে আলোকচিত্র একটি শক্তিশালী শিল্প মাধ্যম। সত্যকে তুলে ধরার পাশাপাশি আলোকচিত্র যোগাতে পারে চিন্তার খোরাক। দেশের প্রখ্যাত আলোকচিত্রী আবির আব্দুল্লাহ’র পরিচালনায় আলোকচিত্রের নানান খুটিনাটি বিষয় নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে এই কর্মশালা অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৫ অক্টোবর। কর্মশালার মূল বিষয় ‘ফটো এসে’ অর্থাৎ ছবির মাধ্যমে গল্প বলা।

কর্মশালার প্রথম দিনে ‘ফটো এসে’ এবং ছবির মাধ্যমে গল্প বলার কৌশল সম্পর্কিত প্রাথমিক ধারণা দেওয়া হবে। রেফারেন্স ফটোগ্রাফি হিসেবে ইউজেন স্মিথ, জেসিকা ডিমোক, মিখায়েল সুবৎজকি, গাইলাম হার্বোত-এর মতো পৃথিবী বিখ্যাত আলোকচিত্রীদের ছবিকে বিবেচনায় আনা হবে।

কর্মশালার দ্বিতীয় দিনে থাকছে ‘অ্যা ডে ইন অ্যা লাইফ অন অ্যা পার্সন’ (১২টি ছবি)। অ্যাসাইনমেন্ট রিভিউ থাকছে কর্মশালার তৃতীয় দিন। এ ছাড়া তৃতীয় দিনে আরও থাকছে ‘গ্রান্ড প্রপোজাল’ লেখার কৌশল সংক্রান্ত প্রশিক্ষণ।

কর্মশালায় অংশ নিতে ৪৫০০ টাকা ফি জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। চট্টগ্রামের স্থানীয় পত্রিকা ‘দৈনিক আজদী’ এবং ‘ফটোগ্রাফিয়া’ আয়োজিত ‘ফটো ফেস্টিভ্যাল-২০১৫’-এর গ্রান্ড উইনার এবং পাঁচ ক্যাটাগরি উইনার এই কর্মশালায় বিনামূল্যে অংশ নিতে পারবেন। অংশগ্রহণে আগ্রহীদের নাম নিবন্ধনের পাশাপাশি নিজের তোলা অন্তত ১২টি ছবি fotografiabd14@gmail.com এই ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮৬১১৯৭৯৭৯ নাম্বারে ফোন করতে হবে।

সাতদিন/এমজেড

২৩ অক্টোবর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র