৯ অক্টোবর সন্ধ্যা ৭টা, ওয়াসেক মিলনায়তন, নবাবগঞ্জ
শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘দর্পণ সাক্ষী’
নবাবগঞ্জের চক্রবাক থিয়েটারের আয়োজনে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের প্রযোজনায় মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘দর্পণ সাক্ষী’। নবাব গঞ্জের ওয়াসেক মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। নাটকটি রচনা করেছেন চন্দন সেন এবং নির্দেশনায় রয়েছেন খোরশেদুল আলম।
সাতদিন/এমজেড