২২ থেকে ২৪ অক্টোবর, ঢাকা-শ্রীমঙ্গল-ঢাকা
জল ও জঙ্গলে বেড়ানোর সুযোগ
ট্রেকার্স কমিউনিটি অফ বাংলাদেশ (টিসিবি) তিন দিনের এক ট্যুর প্যাকেজের আয়োজন করেছে। শ্রীমঙ্গলের আকর্ষণীয় সব স্পটে ভ্রমণের সুযোগ করে দিচ্ছে এই প্যাকেজ। ২২ অক্টোবর রাতে ঢাকা থেকে রওনা দেওয়া হবে। পরদিন ভোরে শ্রীমঙ্গলে নেমে নাস্তার পর হামহামের উদ্দেশ্যে রওনা দিবে পুরো দল। ২৪ তারিখ লাউয়াছড়া ও মাধবপুরে ভ্রমণ শেষে ঢাকায় ফিরে আসা হবে। এই ভ্রমণ প্যাকেজের মূল্য ৩৫০০ টাকা। আসন সংরক্ষণ করতে অগ্রীম ১৫৩০ টাকা জমা দিতে হবে। ভ্রমন সংক্রান্ত যেকোন প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৬৮২৪২৪২৮০ (সরোয়ার) এই নাম্বারে।
সাতদিন/এমজেড